ফুটবল

মেহেরপুরে শহীদ মিজানুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে রেনেসাঁ ফাইনালে

By মেহেরপুর নিউজ

November 18, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর রানা মুন্না এন্টারপ্রাইজ এর উদ্যোগে বোসপাড়া যুব সম্প্রদায়ের সহযোগিতায় ঘোষপাড়া নেশার মাঠে অনুষ্ঠিত শহীদ মিজানুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে রেনেসাঁ ক্লাব সিনিয়র ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় রেনেসাঁ ক্লাব সিনিয়র ১-০ গোলে ঘাটপাড়া একাদশ কে পরাজিত করে। বিজয় দলের রনজয় প্রথমার্ধে জয় সূচক গোলটি করেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমি ফাইনাল খেলায় উভয় দলই গোলের সুযোগ সৃষ্টি লাভ করে শেষ পর্যন্ত রেনেসাঁ ক্লাব সিনিয়র জয় নিয়ে মাঠ ছাড়ে।