ফুটবল

মেহেরপুরে শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জাগ্রত তরুণ সম্প্রদায় এর উদ্যোগে মেহেরপুর বোসপাড়া মাঠে শহীদ মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে শহীদ মিজানুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিজানুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাউন্সিলর আল মামুন, সাইদুর রহমান উজ্জল প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অগ্রগামী ক্রীড়াচক্র জয়লাভ করেছে। খেলায় অগ্রগামী ক্রীড়াচক্র ২-০ গোলে কদমতলা একাদশকে পরাজিত করে। বিজয় দলের পক্ষে শাকিব একাই দুটি গোল করেন।