মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ ডিসেম্বর: পিকেটিং,ভাঙচুর ছাড়াই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) বামপন্থি সংগঠনের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। লোকজন পায়ে হেটে,ইজিবাইক ও রিকশা ভ্যানে করে চলাচল করছে। এছাড়া সড়কে পুলিশের উপস্থিতি একেবারেই কম। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ন হরতাল পালিত হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি জানান,হরতাল সমর্থনকারীদের কোথাও কোনো পিকেটিং বা নাশকতা করতে দেখা যায়নি। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।