বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে শান্তিপূর্ন ও সুষ্ঠ পরিবেশে এসএসসি পরীক্ষা সমাপ্ত

By মেহেরপুর নিউজ

March 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ মার্চ: মেহেরপুরে শান্তিপূর্ন ও সুষ্ঠ পরিবেশে মেহেরপুরের তিন উপজেলায় ১১ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা (তত্বিয়) শেষ হয়েছে। আগামী ২২ থকে ২৭ তারিখে প্রাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলার তিন উপজেলা ৪ হাজার ৭৯১ জন এসএসি, ৮৮৮ জন ভকেশনাল এবং ৫২১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। উল্লেখ্য, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৮১ জন, মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১২ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৯০ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩০ জন, বামন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯১৭ জন এবং মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৫১ জন । ভকেশনাল পরীক্ষার্থীদের মধ্যে মেহেরপুর টেকনিক্যাল স্কুল কেন্দ্রে ৩৩৩ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪১৮ জন এবং মুজিবগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩৭ জন। দাখিল পরীক্ষার্থীদের মধ্যে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩১১ জন এবং গাংনী সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।