বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 20, 2023

মেহেরপুর নিউজ:

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের উদ্যোগে শনিবার রাতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের সভাপতিত্বে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল সালাম বাঁধন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ হোসেন আদিব, বকুল হোসেন প্রমূখ।

এদিকে এর আগে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের কাথুলী মোড় থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে গিয়ে শেষ হয়।