খেলাধুলা

মেহেরপুরে শাপলা কাপ ক্রীকেট টুর্নামেন্ট কুলবাড়িয়া একাদশ চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

May 05, 2018

মেহেরপুর নিউজ, ০৫ মে: মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া শাপলা ক্রীড়া চক্রের উদ্যোগে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শাপলা কাপ ক্রীকেট টুর্নামেন্ট কুলবাড়িয়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুলবাড়িয়া একাদশ ১৩ রান স্বাগতিক গাড়াবাড়িয়া কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কুলবাড়িয়া একাদশ নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে জিকো ৫৬ রান করে। শাপলার পক্ষে জিনারুল ৩ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে শাপলা একাদশ নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে। দলের পক্ষে আদিল সর্বচ্চ ৪২ রান করে। খেলায় বিজয়ী দলের জিকো ম্যান অব দ্যা ম্যাচ এবং একই দলের জিনারুল ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন। খেলা শেষে কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা পুরষ্কার বিতরণ করে। এর আগে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন ফাইনাল খেলার উদ্বোধন করে। এসময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মকবুল হোসেন বলেন, ক্রিকেট খেলা যে অত্যন্ত জনপ্রিয় খেলা তার প্রমান তোমাদের এই খেলা। একজন ভাল খেলোয়াড়ই পারেন বিশ্বের দরবারে দেশকে পরিচিত ঘটাতে। তিনি বলেন বর্তমান সরকার দেশের খেলা-ধুলার মান বৃদ্ধি করার সব ধরনের সাহায্য সহযোগিতা করে চলেছেন। আমরা চাই তোমরা ভাল খেলা উপহার দিয়ে নিজের এলাকার পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করতে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. সফিকুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, সফি কামাল পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। শাপলা ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১৬টি ক্লাব অংশগ্রহন করে।