অন্যান্য

মেহেরপুরে শারদীয় দূর্গোৎসব শুরু

By মেহেরপুর নিউজ

September 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: দেবীর বোধন ও  ঢাকের বাড়ি দেওয়ার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। মেহেরপুর শহরসহ জেলার ৩১টি পুজামন্ডপে একযোগে শুর হয়েছে দূর্গোৎসব। এ উপলক্ষে  মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর বামনপাড়ার দাস পট্রি পূজা মন্ডপে আনুষ্ঠানিকভাবে দূর্গোৎসব শুরু করা হয়। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা উৎসবের উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল সহ আওয়ামীলীগের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন। এদিকে, শাস্ত্র মতে শরতের কাশফুল আর শেফালির গন্ধ মাতিয়ে এবার নৌকায় চড়ে আসছেন মা দূর্গা। যাবেন দোলায় চড়ে। চলতি বছর মেহেরপুর জেলার ৩ উপজেলায় ৩১টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় র্দগা উৎসব। যার মধ্যে সদরে ১২টি, গাংনীতে ১১টি এবং মুজিবনগর উপজেলায় ৮টি।  গত ৪ বছর আগে জেলায় মোট ৫৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎবের আয়োজন করা হলেও বছর বছর আর্থিক সংকট ও সরকারী সহযোগীতা বেশী না থাকার কারনে পূজা মন্ডবের সংখ্যা কমেছে বলে জানান জলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ।