বিনোদন

মেহেরপুরে শারীরিক নৈপূণ্যের ‘অ্যাক্রোবেটিক’ প্রদর্শন

By মেহেরপুর নিউজ

January 26, 2016

মেহেরপুর নিউজ,২৬ জানুয়ারী: মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে শারীরিক কসরতের নৈপণ্যেরে অ্যাক্রোবেটক প্রদর্শণী করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যেগে ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় অ্যাক্রোবেটিক প্রদর্শনীন আয়োজন করা হয়। মেহেরপুর শহরসহ আশেপাশের হাজার হাজার দর্শক মুগ্ধ হয়ে অ্যাক্রোবেটিক প্রদর্শনী উপভোগ করেন। মঙ্গলবার রাতে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম অ্যাক্রোবেটিক প্রদশর্নীর উদ্বোধন করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন,

পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহামেদ, মোমিনুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পিরা এতে নানা ধরণের শারীরিক কসরত প্রদর্শন করেন। অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সুস্থ রুচিশীল সংস্কৃতির ধারক ও বাহক শিল্পকলা একাডেমী। শিল্পকলা একাডেমী এ ধরণের সুষ্ট সংস্কৃতি আয়োজনের মাধ্যমে সংস্কৃতি প্রেমীদের মনের খোরাক জোগাবে । তিনি বলেন, অ্যাক্রোবেটিক প্রদর্শনীর এ আয়োজন সাংস্কৃতিক অঙ্গনকে আরো বেগবান করবে বলে তিনি প্রত্যাশা করেন।