বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে শারীরিক প্রতিবন্ধী জাহানারা জীবন-জীবীকার তাগিদেই ভিক্ষা বৃত্তি করে

By মেহেরপুর নিউজ

March 24, 2012

বিশেষ প্রতিবেদন

মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মার্চ: জীবন-জীবীকার তাগিদেই রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে একান্ত বাধ্য হয়েই শারীরিক প্রতিবন্ধী জাহানারা (৩৬) ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছে । এ ছাড়া আর কোন উপায় নেই বলেই মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হয় তাকে । বড় আক্ষেপের সাথে বললেন একথা গুলো শারীরিক প্রতিবন্ধী জাহানারা। মেহেরপুর জেলার গাংনী উপজেলার পোড়া পাড়ার খোরশেদ আলীর পরিবোরে ৩৬ বছর আগে জন্ম নেওয়া শারীরিক প্রতিবন্ধী জাহানারা জন্ম থেকেই শরীরের দু’পা ও দু’ হাত বাঁকানো ও অংশ বিশেষ অবস হয়ে থাকে । এর পরেও তাকে অনেক কষ্ট করে চলতে হয় পেটের তাগিদেই । আবার এই অবস্থায় বেশী চলা- ফেরা করলে জ্বালা -যন্ত্রনা বাড়ে । প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন স্থানীয়  এনজিও বা  সংগঠন কোন সাহায্য -সহোযোগিতা করে কিনা জানতে চাইলে জাহানারা জানায় এরা নামেই- কামেনা , বছরের দু’-একবার ডেকে যা সাহায্য- সহযোগিতা করে সেটা লোক দেখানো । সরকারী ভাবে কোন সাহায্য -সহযোগীতা পায় কিনা এ বিষয়ে জানতে চাইলে জাহানরা বলে সরকার মাসে মাত্র তিন’শত টাকা দেয় । পিতৃ-মাতৃহীন শারীরিক প্রতিবন্ধী জাহানরা ৫ ভাই-বোনের মধ্যে সে ২ য় সন্তান। অনাদরে- অবহেলায় বেড়ে ওঠা জাহানারার অন্যান্য ভাই-বোনের মধ্যে আর কেউ প্রতিবন্ধি কিনা জানতে চাইলে সে বলে আমিই অন্যান্য ভাই-বোনদের মধ্যে অক্ষম এবং প্রতিবন্ধী। অন্য কোন ভাই-কেবান প্রতিবন্ধী  হয়ে কেউ জন্ম নেয়নি। এখন তারা নিজ নিজ সংসারে নিয়ে ব্যস্ত, আমাকে দেখার তাদের সময় নেই । আমি আমার এক বিধবা ছোট বোনের কাছে থাকি।