শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে শিক্ষাবিদ ও সমাজ সেবক মরহুম সাব্দার আলীর ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

October 30, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর:

মেহেরপুর কবি নজরুল শিক্ষামঞ্জিলের উদ্যোগে  রোববার কবি নজরুল শিক্ষামঞ্জিল প্রাঙ্গনে মেহেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক মরহুম সাব্দার আলী মিয়ার ২৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গরীব মেধাবী ছাত্রদের মধ্যে সাব্দার আলী বৃত্তি প্রদান করা হয়।

কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্দার আলী মিয়ার ছেলে অবসর প্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সামসুজ্জোহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ফজলুল কাদের সিদ্দিক, অবসর প্রাপ্ত শিক্ষক আ ক ম ইসমাইল, আব্দুর রাজ্জাক খান, সিরাজুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রব, ইসলাম আলী, জাহাঙ্গীর আলম, পরিচালনা কমিটির সদস্য এ জেড এম মারুফুজ্জোহা গোরা, প্রকৌশলী সেজাদ বিন শামা, এনামূল হক প্রমুখ। পরে সেখানে বিদ্যালয়ের ১০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে ২০ হাজার টাকার সাব্দার আলী বৃত্তি প্রদান করা হয়। এর আগে সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।