বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

By Meherpur News

August 06, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল থেকে বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির আহ্বায়ক খালিদ সাইফুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন খালিদ সাইফুল ইসলাম । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুল ইসলাম।

ক্যাম্পে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা সেবা প্রদান করা হয়।