বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষার মান উন্নয়নের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

May 27, 2017

মেহেরপুর নিউজ, ২৭ মে: মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নের লক্ষে জেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক টিএম জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, অধ্যক্ষ একরামুল আজীম, মুক্তাফিজুর রহমান টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, হাবিবুল বাশার।

সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেনের সঞ্চলানায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লাল্টু, ইয়ারুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষকরা সকলে খারাপ না। কিন্তু কিছু খারাপ শিক্ষকের কারনে প্রশ্ন ফাঁশের মত জঘন্য ঘটনা ঘটছে। তাদের খুজে বের করতে হবে।

তিনি বলেন, আগামী ১৮ সালের পর থেকে সরকারী শিক্ষকদের সাথে আপনাদের কোন পার্থক্য থাকবে না। আপনার অবসরে যাওয়ার সাথে সাথে আপনাদের অবসর ভাতা প্রদান করা হবে।