শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে শিক্ষার মান উন্নয়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 26, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর: “ চলো সবাই স্কুলে যাই, বাল্য বিবাহ বন্ধ চাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মেহেরপুরের জেলা প্রশাসন ও সেভ দ্যা চিলড্রেন এর যৌথ উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেহেরপুর নজরুল শিক্ষা মঞ্জিল মাঠ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকি, সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার। বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাগ্রাথ, শিশুদের জন্য কর্মসূচী ডিরেক্টর ডাঃ রূপা জামান। অনুষ্ঠানের জেলার সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারী ও বে-সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইমাম সহ ৮ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স্থলে শিক্ষা বিষয়ক মেলায় স্টল স্থাপন করা হয়।