বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশুদের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 10, 2016

মেহেরপুর নিউজ, ১০ ডিসেম্বর: মেহেরপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন’র উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইন’র উদ্বোধন করেন। সিভিল সার্জন ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. মিজানুর রহমান, ডা. ওবাইদুল ইসলাম পলাশ, জেলা ইপিআই সুপার আব্দুল সালাম প্রমুখ। জেলায় এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ৬৮ হাজার ৮৯ টি ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ২ লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল ক্যাপসুল খাওয়ানো হবে ৫৯ হাজার ৬৪৩ জনকে এবং ১ লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন নীল ক্যাপসুল খাওয়ানো হবে ৮ হাজার ৪৪৪ টি। তবে জেলায় এবার বরাদ্দ দেয়া হয়েছে ৭৩ হাজার ক্যাপসুল।