শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ সেপ্টেম্বর: মেহেরপুর সেভ দি চিলড্রেনের উদ্যোগে “শিশুদের জন্য কর্মসূচী” এর আওতায় শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর ভুমিকা শির্ষক  এক কর্মশালায় আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একডেমী মিলনায়তনে  সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.আবদুস সহিদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেল প্রশাসক আলমগীর হোসেন,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক,জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী,জেল সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম। বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মীর ফারুক হোসেন,আলাউদ্দিনআহমেদ,সেভ দি চিলড্রেনের উপ-ব্য বস্থাপক মনিরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষার গুনগত মান উন্নয়নে বিভিন্ন আলোচনা করা হয়।