তথ্য প্রযুক্তি

মেহেরপুরে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 22, 2015

মেহেরপুর নিউজ,২২ সেপ্টেম্বর:

নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে জেলা তথ্য অফিসের আয়োজনে নেতৃস্থাণীয় ব্যাক্তিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কাথুলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নবিছদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেণ মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান ও মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এম এ বাশার। কর্মশালায় বক্তারা নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সেবা, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেণ। কর্মশালায় কাথুলী ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেণ।