বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশু পরিস্থিতি নিয়ে সংলাপ

By মেহেরপুর নিউজ

December 21, 2016

মেহেরপুর নিউজ, ২১ ডিসেম্বর: মেহেরপুরে শিশুদের নিয়ে গঠিত সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স (এনসিটিএফ)’র উদ্যোগে জেলার শিশু পরিস্থিতি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সংলাপ করেছে।

বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

বিষেশ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহামুদ, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার।

বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা আবু জাফর মোঃ হোসেন, জেলা এনসিটিফ’র সভাপতি মীর আব্দুল্লাহ কাইসার , সাবেক চাইন্ড পার্লামেন্টের স্পীকার হাসান মাহামুদ প্রমুখ।

এসময় ভলেন্টিয়ার শহিদুল ইসলাম শান্ত, আব্দুল মান্নাফসহ এনসিটিএফ’র সদস্যার সেখানে উপস্থিত ছিলেন। সংলাপে এনসিটিএফ’র শিশুরা জেলার শিশুদের বিভিন্ন সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরেন। এবং তা সমাধানের জন্য সংশিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।