আইন-আদালত

মেহেরপুরে শিশু পাচারকারী সন্দেহে গৃহপরিচারিকা আঁখি জেল হাজতে

By মেহেরপুর নিউজ

October 30, 2015

মেহেরপুর নিউজ,৩০ অক্টোবর: মেহেরপুরে শিশুপাচারকারী সন্দেহে গৃহপরিচারিকা আঁখি খাতুন (২৭) কে ৫৪ ধারায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে তাকে জেল হাজতে পাঠায় সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ থেকে দেড় বছর বয়সী আজিমুল হক রাজা নামের একটি শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই গৃহপরিচারিকাকে মেহেরপুর কলেজ মোড় থেকে এএসআই অজিত কমুারের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল শিশুসহ তাকে আটক করে । গৃহপরিচারিকা আঁখি মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের তাহের আলীর মেয়ে। সে ২ মাস ধরে ঝিনাইদহ ব্র্যাক অফিসে কর্মরত আশেরা খাতুনের ঝিনাইদহ বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জনান,

যেহেতু ঘটনাটি ঝিনাইদহ থেকে ঘটেছে সেকারণে ঝিনাইদহ সদর থানায় তার বিরুদ্ধে মামলা করা হবে। শিশুটির পিতা আনারুল ইসলাম বৃহস্পতিবার বিকালে বলেন, তার স্ত্রী আশেরা খাতুন ঝিনাইদহে কর্মরত থাকায় শিশু রাজাকে দেখাশোনা করার জন্য গ্রাম থেকে আঁখিকে ২ মাস আগে ঝিনাইদহে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আঁখির সাথে মোবাইল ফোনের মাধ্যমে গাংনী উপজেলার বামন্দী গ্রামের রানা নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বৃহস্পতিবার সকালে আশেরা খাতুন ( তার স্ত্রী) অফিসে গেলে সে শিশুটিকে নিয়ে রানার কাছে নিয়ে আসার উদ্যোশে পালিয়ে আসে । পরে বিষয়টি বুঝতে পেরে অনেক খোজা খুজি করা হয় এবং তাকে ফোন করলে ফোন রিসিভ করেনা। পর বিকালের দিকে অন্য একটি মোবাইল ফোন থেকে রানা পরিচয় দিয়ে তাকে ফোন করলে সে বলে মেহেরপুর সদরের বারাদিতে পৌছেছে। সাথে সাথে পুলিশকে জানালে পুলিশ কলেজ মোড় থেকে শিশুটিকে উদ্ধারসহ তাকে আটক করে। এ এস আই অজিত কুমার বলেন, শিশুটির পিতার অভিযোগ ও তথ্য মতে বৃহস্পতিবার বিকালে কলেজ মোড়ে একটি লোকাল বাসের অপেক্ষা করতে থাকি। বাসটি কলেজ মোড়ে পৌছালে তার ভিতর তল্লাশি করে শিশুটি উদ্ধারসহ গৃহপরিচারিকা আঁখিকে আটক করে সদর থানায় নেয়া হয়। পরে শিশুটির মা ঝিনাইদহ থেকে মেহেরপুর পৌছালে শিশুটিকে বাবা মায়ের কোলে তুলে দেয়া হয়। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আঁখি ও তার প্রেমিক রানা শিশু পাচারের সাথে জড়িত থাকতে পারে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার আদালতের মাধ্যমে আঁখিকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে আখি খাতুন বলেন, তার প্রেমিক রানার কথা মতো সে শিশুটিকে নিয়ে রানার কাছে যাচ্ছিল।