খেলাধুলা

মেহেরপুরে শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির খেলার খবর

By মেহেরপুর নিউজ

December 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে উপজেলা পর্য়ায়ে ৪৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

খেলায় ব্যাডমিন্টন বালিকায় এককে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দ্বৈতে আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়। বালক এককে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, দ্বৈতে আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যলয়। ভলিবল বালকে রাজনগর মাদ্রসা, বালিকায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ক্রিকেট বালকে মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল বালিকায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। হকিতে আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয় এবং

বাস্কেটবলে গোভীপুর মাদ্রাসা সদর উপজেলা পর্য়ায়ে চ্যাম্পিয়ান হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় ব্যাডমিন্টন বালিকায় এককে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়কে, দ্বৈতে আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয় মেহেরপুর সরকারী বালক বিদ্যালয়কে। বালক এককে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে। দ্বৈতে আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যলয় মেহেরপুর সরকারী বালক বিদ্যালয়কে। ভলিবল বালকে রাজনগর মাদ্রসা আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে। বালিকায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়কে। ক্রিকেট বালকে মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল আমঝুপি মাদ্রাসাকে, বালিকায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়কে। হকিতে আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয় ওয়াকওভার এবং বাস্কেটবলে গোভীপুর মাদ্রাসা কবি নজরুল শিক্ষা মঞ্জিলকে পরাজিত করে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

বিকালে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শাহীনুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম, রোমনা আহামেদ। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।