খেলাধুলা

মেহেরপুরে শীতকালীন ব্যাড মিন্টন প্রতিযোগিতা বালকে সরকারি বালক ও বালিকায় আমঝুপি বালিকা চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

December 26, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন বালকে একক ও দ্বৈতে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং ব্যাডমিন্টন বালিকার একক ও দ্বৈতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জস করেছে  রোববার অনুষ্ঠিত ব্যাডমিন্টন বালক এককে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র তৌফিক ফাহাদ সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের হুমায়ূন কবিরকে ২-১ সেটে পরাজিত করে।  একই মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন দ্বৈতে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র তৌফিক ফাহাদ জুটি ২-০ সেটে সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের হুমায়ূন কবির জুটিকে পরাজিত করে। এদিকে ব্যাটমিন্টন বালিকার এককে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইতি ২-০ সেটে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের স্বপ্নাকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন বালিকার  দ্বৈতে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইতি জুটি ২-০ সেটে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের স্বপ্না জুটিকে পরাজিত করে।

মেহেরপুরে উপজেলা পর্যায়ে ২ দিন ব্যাপি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে  রোববার মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা পর্যায়ে ২ দিন ব্যাপি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ২ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে ছাত্রদের মধ্যে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।