ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে শুভ বড় দিন ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে পালিত

By মেহেরপুর নিউজ

December 26, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ডিসেম্বর:

খ্রিষ্টান ধর্মের সর্ব বৃহত উৎসব শুভ বড় দিন যথাযথ ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে। মেহেরপুর সাধুবার্ণবার চার্চে প্রার্থনার মধ্য দিয়ে দিনটির সুচনা করা হয়। শুভ বড় দিন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া ও বল­ভপুর চার্চে দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খ্রিষ্টান ধর্মাবলম্বারীরা  দিনের শুরুতেই চার্চে প্রার্থনা করেন। এদিকে শুভ বড় দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মের মানুষ সান্তা কুরুস সেজে শিশুদের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরন করেন। এ উপলক্ষে চার্চ গুলোতে ক্রিসমাস ট্রি সাজানো হয়। শুভ বড় দিন উপলক্ষে বল­ভপুর ও ভবেরপাড়া চার্চে আলোক সজ্জা করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ ভীড় জমায়।