মেহেরপুর নিউজ :
আকাশে জমকালো মেঘ, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমনিতে আলোর স্বল্পতা, যেকোনো সময়ের রেফারি খেলার শেষ বাঁশি বাজাতে পারেন।
নিশ্চিত খেলা ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে দিপুর আচমকা দুর্বল শট প্রতিপক্ষ গাংনীর গোলরক্ষক রাজুর চোখকে ফাঁকি দিয়ে বল চলে যায় জালে। এই একটি মাত্র গোলই জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেয়। যার অর্থ মেহেরপুর সদর উপজেলা একাদশ ১-০ গোলে জয়লাভ করে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ড্র হতে যাওয়া খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ জয় লাভ করে।
খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ ১-০ গোলে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে। খেলা শেষ হওয়ার ঠিক ৩ মিনিট পূর্বে মেহেরপুরের পক্ষে জয়সূচক গোলটি করেন দিপু। এর আগে বৃষ্টিবিঘ্নিত মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর এবং গাংনী উভয় দলই গোলের সুযোগ পেলেও শেষপর্যন্ত গোল করতে ব্যর্থ হয়। খেলার দ্বিতীয়ার্ধে গাংনীর দলীয় অধিনায়ক সেলিমকে হলুদ কার্ড দেখিশে সতর্ক করে দেওয়া হয়। খেলাটি পরিচালনা করেন ফারহা হোসেন লিটন। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু ও সোহেল।