খেলাধুলা

মেহেরপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 04, 2017

মেহেরপুর নিউজ, ০৪ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১০টি দল নিয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্টপোষকতায় জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এ ফুটবল টুনামেন্টের আয়োজন করে।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন, ডিএমডি নাসির উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মাহমুদ জাহিদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, হরাইজন টেকনো লিমিটেডের চেয়ারম্যান শহীদ উল্লাহ, মেহেরপুর জজ কোটের পাবলিক প্রসিকিউটার (পিপি) পল্লব ভট্রাচার্য, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

এসময় সেখানে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। অতিথি বৃন্দ সালাম গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন।

এদিকে উদ্বোধনী খেলায় মেহেরপুর এসসিবি ৩-০ গোলে আমঝুপি পাবলিক ক্লাবকে পরাজিত করে।

সাংবাদিক মিজানুর রহমানের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, গাংনী সভাপতি সাইদুজ্জামান খোকন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, অ্যাড. শাজাহান আলী, অ্যাড. কাজী শহীদ, সৈয়দ এহসানুল কবীর আরিফ, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলা, লিজন  উপস্থিত ছিলেন।

এরআগে দুপুর ১২ টার সময় অতিথি বৃন্দ হেলিকাপ্টার যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে পৌছালে মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া তাদের ফুল দিয়ে বরন করে নেন। পরে অতিথি বৃন্দ ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন।