বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শোকর‌্যালী, পুষ্পার্ঘ অর্পণ, রক্তদান কর্মসূচী, আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

By মেহেরপুর নিউজ

August 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ আগষ্ট: বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে বিশেষ মঞ্চে স্থাপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জেলো আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আখতার বানু, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেণ।

পরে একে মেহেরপুর সরকারী কলেজ, মেহেরপুর সরকারী মহিলা কলেজ, পৌর ডিগ্রি কলেজ, উপজেলা আওয়ামীলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, ‌জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জাতীয় মহিলা সংস্থা,  শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখা, সরকারী বালক বিদ্যালয়, সরকারী কবালিকা বিদ্যালয়, জেলা শিল্পকলা একাযডেমী, জেলা বিএমএ, গণর্পত বিভাগ, কৃষিবিদদ ইনষ্টিটিউট, জেলা

বাস্তহারা লীগ স্ব স্ব প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেণ। এর পরপরই জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।

সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভঅপতি ফরহাদ হোসেন।

বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আখতার বানু, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ। এর আগে সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী ও বেসকারীভবন সমূহে জাতীয় পতাকা অর্ধধনমিত রাখা হয়।