বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে `শোক থেকে শক্তি’ শীর্ষক অদম্য পদযাত্রা

By মেহেরপুর নিউজ

March 26, 2018

মেহেরপুর নিউজ, ২৬ মার্চ: এই প্রথমবারের মতো ঢাকার বাইরে মেহেরপুরে মুক্তিযুদ্ধে জাদুঘরের সহায়তায় ‘শোক থেকে শক্তি’ অদম্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭ টায় কলেজ মোড়ে স্থানীয় গণকবর থেকে মুজিবনগরের উদ্দেশ্যে পদযাত্রা বের হয়। স্বাধীনতা দিবসের সকালে ঢাকার আদলে গণকবরের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে এবং জাতীয় সঙ্গীত গেয়ে পদযাত্রা শুরু হয়। মেহেরপুর গণকবর থেকে মুজিবগর পর্যন্ত ১৭ কিলোমিটার পথ হেঁটে বাংলাদেশের প্রথম সরকারের শপথ নেয়া স্থানে মুজিবনগর স্মৃতিসৌধে শপথের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। পদযাত্রায় নেতৃত দেয় বাংলাদেশের প্রথম এভারেস্ট

বিজয়ী নারী নিশাত মজুমদার। অভিযাত্রাকালে পথে বিভিন্ন গামের মানুষ পদযাত্রায় অংশ গ্রহণ করে। মুজিবনগর স্মৃতিসৌধে শপথবাক্য পাঠ করান অভিযাত্রীর অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নিশাত মজুমদার বলেন যেকেউ প্রতীকী এক মাইল হেঁটে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় সাধ্য অনুযায়ী অনুদান প্রদান করতে পারবেন। পদযাত্রায় স্থানীয়ভাবে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সহসভাপতি মাহাবুব চান্দু ও অরণির সভাপতি নিশান সাবের। অন্যদের মধ্যে অভিযাত্রীর কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম, ইমাম হোসেন, শিল্পি জান্নাত, আবিদা তারিণ , মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু, কালের কণ্ঠ’র শুভ সংঘর মান্নাফ মান্না, আফসানা বিশ্বাস তিথি, আল ইকরাম সোহাগ, আসিফ ইকবাল শুভ, নাসিমুল জুনায়েদ, রাজন আহমেদ, অরুণ কুমার, মিজানুর রহমান তুষারসহ প্রায় ৭৫ জন অভিযাত্রী পদযাত্রায় অংশ নেন।