ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে শ্যামা পূজা পালন

By মেহেরপুর নিউজ

November 05, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ নভেম্বর:

অন্ধকার দূর করে আলোর পথে পা বাড়ানোর শপথ নিয়ে শুক্রবার মেহেরপুরের হিন্দু সমপ্রদায় তাদের শ্যামা পূজা তথা কালি পূজা পালন করছে। এদিন সন্ধ্যায় মেহেরপুরে বিভিন্ন পূজা মন্ডপসহ হিন্দু সমপ্রদায়ের ব্যবসা কেন্দ্র ও বাড়ির ছাদে সারি সারি মোমবাতি জ্বালিয়ে আলোক সজ্জা করে।পরে রাতে মেহেরপুুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দির, নায়েববাড়ি, হালদারপাড়া, হরিসভা, শ্মশানঘাট পূজা মন্দিরে পূজা অর্চনা, আরতি ও প্রসাদ বিতরন করা হয়। হিন্দু সমপ্রদায়ের মানুষ শ্যামা পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে ভীড় জমায়।