বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শ্রী শ্রী বলরাম হাড়ির ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে

By মেহেরপুর নিউজ

March 13, 2010

নিউজ ডেস্ক বলরাম হাঁড়ির আশ্রম প্রাঙ্গনে ৩ দিনব্যাপী শ্রী শ্রী বলরাম হাড়ির বার্ষিক মহোৎসব শেষ হয়েছে।। মেহেরপুর শ্রী শ্রী বলরাম হাড়ির আশ্রম ধাম কমিটির উদ্দ্যেগে বার্ষিক মহোৎসবের সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন উদযাপন কমিটির সম্পাদক অনন্ত কুমার দাস, সুকুমার দাস, অনিল কুমার প্রমুখ। সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি রহিত হালদার। বলরাম হাড়ির জীবনী নিয়ে আলোচনা শেষে শ্রী বলরাম এর জীবনের খাজনা অর্পন ও তুড়ানী বিতরণ সহ আবির, লুচি বিতরণ, সাংষকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অলৌকিক শক্তির অধিকারী শ্রী বলরাম হাড়ি কোন এক সময় মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় মল্লিক বাড়িতে চাকর হিসাবে কর্মরত ছিলেন। ঐসময় তাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সে থেকে বলরাম এর অলৌকিক শক্তির প্রচার ঘটে এবং শহরের হালদারপাড়ায় আশ্রম গড়ে তোলে।