বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ৮ জনের প্রার্থীতা প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

December 11, 2016

মেহেরপুর নিউজ,১১ ডিসেম্বর: জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মেহেরপুরে সংরিক্ষত নারী সদস্য পদে একজন এবং সাধারণ সদস্য পদে সাত জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এনিয়ে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী মূল প্রতিদ্বন্দিতায় টিকে থাকলেন। যারা প্রত্যাহার করেছেন তাদের মধ্যে ৩ নম্বর সংরক্ষিত সদস্য পদে নাশেদা আকতার, সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড থেকে আউব হোসেন ও জিল্লুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড থেকে রাহিবুল ইসলাম ও জিয়ারুল হক, ১১ নম্বর থেকে সিহাব আলী ও আতিয়ার রহমান, ১৩ নম্বর ওয়ার্ড থেকে মোস্তাফিজুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে ১১ নম্বরওয়ার্ডে (কাথুলী ইউনিয়ন) দুই জন সদস্য প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় ওই ওয়ার্ডের তৌহিদ মুর্শেদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে চলেছেন। এর আগে ৩ নম্বর ওয়ার্ড (মহাজনপুর ও আমদহ ইউনিয়ন) থেকে একক প্রার্থী হিসেবে আলমাস হোসেন শিলু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: রোকনুজ্জামান জানান, প্রার্থীতা প্রত্যাহার ও যাচাই বাছাইয়ে বাতিল হওয়ায় এখন পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী মূল প্রতিদ্বন্দিতায় টিকে থাকলেন।