বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সংর্ঘষে ৩ মহিলা আহত

By মেহেরপুর নিউজ

May 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মে: মেহেরপুর শহরের দিঘীর পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষে উভয় পক্ষের তিন মহিলা আহত হয়েছে। আহতরা হলেন নাজমা (১৮) জেসমিন (২৫) রওশন-আরা (৪৫)। এদের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।  হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, আহতদের অবস্থা আশংকা মুক্ত। জানাগেছে, রোববার বিকেলে শহরের দিঘীর পাড়ায় মতিয়ারের স্ত্রী নাজমা কে প্রতিবেশি শাহাজানের স্ত্রী জেসমিন  আম চুরির অপবাদ দেওয়ায় নাজমা তার প্রতিবাদ করতে গেলে নাজমার সাথে জেসমিনের কথা কাটা-কাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরুহয়।

এসময় আবুল কাশেমের স্ত্রী রওশন আরা সহ তিন জন আহত হলে স্থানিয় প্রতিবেশিরা তাদের কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।