রাজনীতি

মেহেরপুরে সদরে আ.লীগের ২ বিদ্রোহী ও ২৯ সদস্যর প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

April 06, 2016

মেহেরপুর নিউজ, ০৬ এপ্রিল: ২৩ এপ্রিল ৩য় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নে আ.লীগের ৫ বিদ্রোহীসহ ১৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে শুধমাত্র বুড়িপোতা ইউনিয়নে আ.লীগের ২ বিদ্রোহী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা হলেন আবুল হাসেম ও আমিরুল ইসলাম ।  আ.লীগের ৩ বিদ্রোহী এবং জামায়াতের এক প্রার্থীসহ সহ ১৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন প্রতিদন্দিতায় থাকলেন। এছাড়া ৪ ইউনিয়নে ২৯ জন সাধারণ সদস্য তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা থাকলেন: বুেিড়পাতা ইউনিয়নে আ.লীগ প্রার্থী শাহজামাল , বিএনপি প্রার্থী অ্যাড. সাইদুর রাজ্জাক এবং সদরের একমাত্র জামায়াতের (স্বতন্ত্র) প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল। আমঝুপিতে বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, আ.লীগ প্রার্থী বোরহান উদ্দিন চুন্নু, আ.লীগের বিদ্রোহী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মতিয়ার রহমান, স্বতন্ত্র শফিকুল ইসলাম ও আফসার আলী। কুতুবপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার ও বিএনপি প্রার্থী শহিদুল আলম। পিরোজপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বিএনপি প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামসুল আলম এবং আ.লীগের বিদ্রোহী সালেহ আল আজিজ টনিক বিশ্বাস। মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কবির উদ্দিন জানান, চেয়ারম্যান পদে ১৬ জনের মধ্যে ২ জন এবং সাধারণ সদস্য পদে ১৯০ জনের মধ্যে ২৯ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়ন প্রত্যাহারকারী সদস্যরা হলেন পিরোজপুর ১ নং ওয়ার্ডে আশাদুল হক, ৪ নং ওয়ার্ডে তারিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ডে ফজলুর রহমান, ৮ নং ওয়ার্ডে আশাদুজ্জামান, ৯নং আব্দুল আজিজ বিশ্বাস, কুতুবপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ডে মোতালেব হোসেন, ৪নং ওয়ার্ডে গোলাম ফারুক, ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন ও ইদ্রিস আলী, ৬নং ওয়ার্ডে রিকো, ৯নং ওয়ার্ডে আমিনুল ইসলাম সাবুর, বুড়িপোতা ইউনিয়নের দৌলত উদ্দিন, ৩নয় ওয়ার্ডে কাবিরুল ইসলাম, আমঝুপি ইউনিয়নে ১নং ওয়ার্ডে আব্দুল কাদের, আব্দুল হান্নান, ৩নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম, মকতব বিশ্বাস, ৫নং ওয়ার্ডে রমজান আলী, শুকুর আলী, সামছুল হক, ইউনুস আলী, হাবিবউল্লাহ, ৬নং ওয়ার্ডে জালাল উদ্দিন, ৭নং ওয়ার্ডে উজ্জল হোসেন, মোমিন, ৮নং ওয়ার্ডে নজরুল ইসলাম, তিতাস আলী, ৯নং ওয়ার্ডে সাহাবুদ্দিন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। প্রসঙ্গত, মেহেরপুরের ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় আমদহ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।