ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে সপ্তাহ ব্যাপি স্বাস্থ্য সচেতনতা মুলক কর্মসুচি শুরু আশা’র

By মেহেরপুর নিউজ

March 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মার্চ: দারিদ্র ও সুবিধা বঞ্চিত সদস্যদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার লক্ষে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচী শুর করেছে বেসরকারী এনজিও সংগঠন “আশা”। আজ শনিবার সকাল ১১ টার দিকে আশা’র উজুলপুর ব্যাঞ্চে এ কর্মসূচীর উদ্বোধন করেন আশা’র মেহেরপুর জেলা ব্যবস্থাপক খন্দকার মোঃ আলাউদ্দীন।এসময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর সদরের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোঃ আশরাফুল ইসলাম, আশা’র উজুলপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জামিরুল ইসলাম প্রমুখ।

এ সময় আশার জেলা ব্যবস্থাপক আলাউদ্দীন বলেন,খাবার বাহি রোগ থেকে বাচতে হলে খাওয়ার আগে সাবান দিয়ে ভাল করে হাত পরিষ্কার করতে হবে। চলমান কর্মসূচী পর্যায়ক্রমে মেহেরপুর জেলার ১৯ টি ব্রাঞ্চে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান । সপ্তাহব্যাপী এ কর্মসূচীর প্রতিপাদ্য বিষয় হচ্ছে “হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ”।