বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সব রুটে বাস চলাচল শুরু

By মেহেরপুর নিউজ

July 02, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুলাই: অবশেষে দু’দফা বৈঠকে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে সমঝোতা হওয়ায় টানা দু’সপ্তাহ বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে মেহেরপুর জেলার সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে  শুক্রবার সকালে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাথে এবং বিকেলে একই স্থানে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা দু’টি সন্তোষজনকভাবে শেষ হওয়ায় বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসক ভবিষ্যতে প্রথমেই ধর্মঘট করে জনগনকে জিম্মি না করার জন্য মালিক ও শ্রমিকদের প্রতি অনুরোধ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আকবর খান, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জহির“ল ইসলাম, সাধারন সম্পাদক আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ কুদ্দুস, সাধারন সম্পাদক আহসান  হাবিব সোনা প্রমুখ। ফিরে দেখা : গত ৭ জুন মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহি বাস কুষ্টিয়ার মশান নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়ার র‌্যাব-১২’র সদস্যরা বাসটিতে তল­াশি চালায়। র‌্যাব বাসটি থেকে এক কেজি হেরোইন উদ্ধার করে এবং ওই বাসের সুপারভাইজার সিরাজুল ইসলামকে আটক করে। আটক শ্রমিককে মিরপুর থানা পুলিশের মাধ্যমে কুষ্টিয়া জেলে পাঠানো হয়। নির্দোষ দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবিতে গত ১৮ জুন থেকে মেহেরপুরের শ্রমিকরা বাস ধর্মঘট শুর“ করে। গত ২৫ জুন মেহেরপুর বাসস্ট্যান্ডে খুলনা বিভাগীয় আঞ্চলিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ একটি প্রতিবাদ সভাও করেন। তারা সভা থেকে তিন দিনের সময় দিয়ে আল্টিমেটাম দেয়। ২৮ জুনের মধ্যে শ্রমিকের বিষয়ে প্রশাসন কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে ২৯ জুন থেকে গোটা খুলনা বিভাগ অচল করে দেওয়ার ঘোষনা দেয় শ্রমিক নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার ও ডিআইজি এর আশ্বাসে বাস ধর্মঘট স্থগিত করে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত বিছিন্নভাবে মেহেরপুরে বাইরের জেলার কিছু বাস চলাচল করে। কিন্তু মালিক পক্ষের সাথে আলোচনা না করে শ্রমিকরা ঘন ঘন পরিবহন ধর্মঘট করায় এবার মালিকরা বেঁকে বসেন।