মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজ সেবা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক, প্রানী সম্পদ কর্মকর্তা শশাংক কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আযম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান মালিক প্রমুখ।