করোনাভাইরাস

মেহেরপুরে সরকারি নির্দেশ অমান্য করায় ৩ জনের জরিমানা

By মেহেরপুর নিউজ

April 09, 2020

মেহেরপুর নিউজ:

সরকারি নির্দেশ অমান্য করে অযথা বাইরে ঘোরাফেরা দায়ে ৩ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের কোট এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মহিদুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের কোট এলাকায় সরকারী আইন অমান্য করে রাস্তায় ঘোরাফেরা করার দায়ে মোট ৩ টি মামলা দায়ের করা হয়।

এ সময় ওই ব্যক্তিদের নিকট থেকে ৬শ টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।