বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

April 04, 2017

মেহেরপুর নিউজ, ০৪ এপ্রিল: সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার বৃত্তিতে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১১ জন ট্যালেন্টপুলসহ ২৯ জন বৃত্তিলাভ করেছে। মঙ্গলবার সকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিছুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের ফুলদিয়ে অভিনন্দন জানানো হয়। যারা ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছেন তারা হলেন, মেহেজামিন বিনতে রাজ্জাক, ফারজানা আক্তার লাকি, জুলিটা নাসরিন, আশেয়া আহামেদ, ইরিনা আজিজ নিসা, মমতা মন্ডল, আনিকা নৌরি প্রিয়া, সৈয়বা ফারিন তিশা, লাবিবা জাহান রিতি, সানজিদা ইয়াসমিন রিমি, মাসরিবা তাসনি তানি। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলেন, নাইমুন নাহার বিনা, সাবিয়া তাবাসুম স্বর্ণা, সানজিদা খাতুন, জেরিন তাসনিম ইরা, অর্পিতা ইসলাম, আনিকা তাবাসুম, ফারিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, স্বাধিনা সুলতানা রিফা, নাফিজা নওর, সাদিকুন নাহার নওমি, কারিতুল আয়িন অনিকা, ফারিয়া বিনতে ফারুক, ফৌজি ফারিয়া প্রীতি, মুসলিমা খাতুন, লিশতা কবীর অমি, রাফিয়া সুলতানা ও নাশিতা আজিম।

জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার বৃত্তিতে মেহেরপুর জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজের ৬ জন ট্যালেন্টপুলসহ ২৩ জন বৃত্তিলাভ করেছে। মঙ্গলবার সকালে জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সামছুর রহমান টুটুল, সহকারী শিক্ষক তারিকুজ্জামান রিপন, হাবিবুর রহমান, শিক্ষার্থী আহসান হাবীব সৈকত, ইমরান হাসান, নওশিন নাওয়ার প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের ফুলদিয়ে অভিনন্দন জানানো হয়। যারা ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছেন তারা হলেন, আহসান হাবীব সৈকত, ইমরান হাসান ইমন, নাহিয়ান আরাফ, ইনাম আহামেদ তালাশ, যারিন তাসনিম তানিয়া, নওশিন নাওয়ার। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলেন, এসএম নাইম খান, হাসনাহেনা দৃষ্টি, মোহিনী আক্তার মিম, ইশরাত জেরিন হ্যাপী, অকেয়া ইসরাত তিথি, উম্মে জান্নাতুল মাওয়া, স্বর্ণা সরকার, আশেয়া সিদ্দিকা, ফারহানা ইয়াসমিন দৃষ্টি, মাহি বুশরা রোজা, রাজদিপ সরকার সাম্য, মাহাফুজ আনাম মাহিন, এসএম আশিকুজ্জামান আশিক ও ফাইম আহামেদ ইমন। উল্লেখ্য, মেহেরপুর জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৮২জন অংশ গ্রহন করে ৩৫ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছে।