বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সাংবাদিকদের নীতিমালা ও আচরণবিধি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

By মেহেরপুর নিউজ

October 08, 2017

মেহেরপুর নিউজ, ০৮ অক্টোবর: মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে সাংবাদিকদের নীতিমালা, আচরণবিধি ও সংবাদপত্র সংশ্লিষ্ট আইনসমূহ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা তথ্য অফিসের সহযোগীতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে। মেহেরপুরের স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসানের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কুমার। পরে সাংবাদিকদের নীতিমালা, আচরণবিধি ও প্রাসঙ্গিক আইনসমুহ নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কুমার, রিসোর্চ পারসন আকরাম হোসেন খান। প্রশিক্ষণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের প্রতিষ্ঠান। সাংবাদিকরা যাতে আইনী হয়রানির শিকার না হয় সেকারণে আমরা কাজ করে যাচ্ছি। সাংবাদিকরা যাতে তাদের প্রতিষ্ঠান থেকে ঠিকমত বেতন, সম্মানী বুঝে পায় সে লক্ষেও আমরা কাজ করছি। তবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সরকারের কাছে সমস্যা তুলে ধরতে হবে। সমস্যা তুলে ধরতে পারলে অবশ্যই কাজ হবে।