মিডিয়া

মেহেরপুরে সাংবাদিকদের মিলনমেলা

By মেহেরপুর নিউজ

January 01, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী: মেহেরপুরে “উন্নয়নশীল সাংবাদিকতায় পেশাদারিত্ব, ঐক্য ও মান উন্নয়ন” র্শীর্ষক সাংবাদিকদের সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচন সভা, মেহেরপুর প্রেসক্লাবের সংশেধীত গঠনতন্ত্র নিয়ে আলোচনা, উপদেষ্টা কমিটি গঠন, ও নির্বাচন করার লক্ষ্যে ৩ সদস্যর আহবায়ক কমিটির নাম ঘোষনার মধ্যে দিয়ে  এ সম্মেলন শেষ হয়। সম্মেলনের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো। সাংবাদিক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইসলাম আলী মাষ্টার, সাংবাদিক তুহিন আরন্য, তোজাম্মেল আযম, আতিকুর রহমান টিটু, ওয়াজেদুল হক জেদু, কামারুজ্জামান খান, গোলাম মোস্তফা, আমিরুল ইসলাম অল্ডাম, মাজেদুল হক মানিক, রেজা আহেমদ, আবু লায়েছ লাবলু, আনিসুজ্জামান মেন্টু, মামুন বঙ্গবাসী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঐকৌর কোনো বিকল্প নেই। আপনারা জাতির বিবেক, আপনাদের লেখনির মাধ্যমে জাতি অনেক কিছু জানতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আপনারাই পারেন আপনাদের লেখনির মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে। যেটি সকলে আশাও করে। পৌর মেয়র তার বক্তব্যে বলেন, আপনারা মেহেরপুরের উন্নয়নে বড় ভুমিকা রাখতে পারেন। তাই মেহেরপুরকে নিয়ে ভাবার জন্য সাংবাদিকদের  আহবান করেন তিনি। এদিকে, দিনব্যাপী ওই সম্মেলনে মেহেরপুর জেলার তিন উপজেলার শতাধীক সাংবাদিকের উপস্থিথিতে মেহেরপুর কমি্উনিটি সেন্টার সাংবাদিকদের মিলনমেলায় রুপ নেয়। অনুষ্ঠানে সকল বক্তাই ঐকৌর আহবান জানান। এর আগে মেহেরপুর প্রেসক্লাবের প্রয়াত ৪ সদস্যর রুহেরর মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে তুহিন আরন্য, আতিকুর রহমান টিটু এবং কামারুজ্জামান খানকে উপদেষ্টা এবং পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন এবং সদর উপজেলা সমাজ সেবা অফিসার আবু বকর সিদ্দিকিকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ১০দিনে মধ্যে নির্বাচন কমিশন গঠন করে পরবর্তি ১৫ দিনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করবে।