মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে অভিযান চালিয়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম (৩০) নামের এক পলাতক আসামিকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক শহিদুল ইসলাম একই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। শহিদুল জি.আর মামলার সাজাপ্রাপ্ত আসামি। যার মামলা নং-২৪/১৩।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই দুলুর নেতৃত্বে পুলিশের একটি দল বন্দর গ্রামের পলাতক আসামি শহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।