বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন আটক

By মেহেরপুর নিউজ

October 20, 2015

মেহেরপুর নিউজ,২০ অক্টোবর: মেহেরপুরে তাহাজ উদ্দিন নামের ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৬ আসামীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গাংনীন থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত তাহাজ উদ্দিনের বাড়ি গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে, সাইদ হোসেনের বাড়ি উপজেলার মানিকদিয়া গ্রামে, আব্দুল হামিদ, আব্দুস সামাদ ও মো: রুনুর বাড়ি বানিয়াপাড়া এবং ফজুলর রহমানের বাড়ি একই উপজেলার তেরাইল গ্রামে। এদিকে, সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই জালাল উদ্দিন গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন সহ পালন হোসেন ও তার স্ত্রী বানেরা খাতুনকে আটক করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, আটক আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।