আইন-আদালত

মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীর আত্মসর্মপন

By মেহেরপুর নিউজ

March 29, 2017

মেহেরপুর নিউজ, ২৯ মার্চ: মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের শিশু রাফিজা খাতুন অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এনামুল হক এনা আদালতে আত্মসর্মপন করেছে।

বুধবার দুপুরের দিকে শিশু আদালত অতিরিক্ত দায়রা জজ আদলতের বিচারক টিএম মুসার আদালতে আত্মসর্মপন করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সুত্রে জানাগেছে, ২০১৩ সালের ৪ সেপ্টে¤^র সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে হালিম মাষ্টারের মেয়ে ১১ বছর বয়সি রাফিজা খাতুনকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান। ঐ সময় অপহরণকারীদের বাধা দিতে গেলে তারা বোমা হামলা করে। এঘটনায় হালিম মাষ্টার নিহত হন।

এ ঘটনায় রাফিজার চাচা আব্দুল মান্নান বাদি হয়ে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের তোয়াজ আলীর ছেলে এনামুল হক এনা, শোলমারী গ্রামের পাতান শেখের ছেলে আছিমুদ্দিনসহ ৬জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

গত ১৬ মার্চ মামলায় এনামুল হক এনা ও আছিমের ১৪ বছর করে সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। তখন তারা পলাতক ছিলেন।