বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সাত দফা দাবিতে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

November 12, 2017

মেহেরপুর নিউজ, ১২ নভেম্বর: জনপ্রশাসন মন্ত্রনালয়ের বাছাই কৃত ২৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে শুণ্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪৩৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীদেগকে রেগুলার এর আওতায় এনে নিয়মিত করণের প্রজ্ঞাপন জারী করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মেহেরপুর জেলা শাখার সদস্যরা। রবিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে তারা এ কর্মসূচী পালন করে। সংগঠনের জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের নেতৃতেব মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাশুকুর রহমান। অন্যদের মধ্যে জেলা শাখার সহসভাপতি সোহেল রানা, রাশেদুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সৈয়দ আবু শাহিন সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক গহর আলী, প্রচার সম্পাদক হাতেম আলী, কোষাধাক্ষ আব্দুল বাকি, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুন নুরসহ সদস্যরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে তাদেও দাবি নিয়ে আন্দোলন চলছে। আগামী ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্নদিবস কর্মবিরতী পালন করা হবে। এর পরও যদি দাবি না মানা হয় তাহলে কাফনের কাপড় পড়ে তার রাজধানীর গুরত্বপূর্ন স্থানে অবস্থান ধর্মঘট পালন করবেন।