মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনের এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মাওঃ হাসানুজ্জামানের সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাদির মিয়া,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির। বক্তব্য রাখেন মাওলানা সাব্বির হোসেন। আলোচনা সভায় মেহেরপুরের বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।