মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিব কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ে সার ও বীজ বিতরণ, বাজার পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা এবং কৃষকদের সেবা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।