মেহেরপুর নিউজ:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম (শায়খ চরমোনাই) সহ নেতৃবৃন্দের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও সিইসির পদত্যাগের দাবিতে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ খাদেমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ আশরাফ শাজাহান, ইসলামী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল আবির প্রমুখ ।
এর আগে মেহেরপুর কোট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়, ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ খাদেমুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।