বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সুবিধাভোগী পরিবারের শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান

By মেহেরপুর নিউজ

May 09, 2018

মেহেরপুর নিউজ, ০৯ মে: মেহেরপুর জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে  জাগরনী চক্র ফাউন্ডেশনের সুবিধাভোগীদের সন্তানদের মধ্যে ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি এবং ২০১৭ সালের এসএসসি ও এইসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান প্রদান করা হয়।

বুধবার মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলা বিভিন্ন এলাকার এইসএসসি ও এসএসসি ৭৭ জনকে ১ লক্ষ ২২ হাজার ৪শ ৪০ টাকা এবং ৯ জনকে শিক্ষা অনুদান বাবদ ৪৫ হাজার টাকা প্রদান করেন। জাগরনী চক্র ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোনাল ম্যনেজার আকমল কবির, ম্যানেজার রুবেল পারভেজ প্রমুখ। এদিকে এর আগে গাংনী এলাকায় ৪৯ জনের মাঝে বোর্ড ৪৯ জনের এসএসসি ফি ফি বাবদ ৭০ হাজার ৫শ ৫০টাকা, এইচ এসসি ফি বাবদ ১৭ জনের মাছে ২৯ হাজার ৮শ ৩৫টাকা শিক্ষা অনুদান বাবদ ৯ জনের মাঝে ৪৫ হাজার টাকা। বামুন্দী অঞ্চলে এসএসসি’র ৫৩ জনকে ৭৬ হাজার ৩০টাকা, এইচএসসি’র ১৩ জনকে ৩১ হাজর ৫শ ৯০ টাকা, শিক্ষাবৃত্তি বাবদ ৮ জনকে ৪০ হজার টাকা এবং খলিসাকুন্ডি অঞ্চলে এসএসসি’র ৩৯ জনকে ৫৪ হাজার ৮শ ৭০টাকা, এইচএসসি’র ২৯ জনের মাঝে ৫০ হাজার ৮শ ৯৫টাকা এবং শিক্ষাবৃত্তি বাবদ ২ জনকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।