অন্যান্য

মেহেরপুরে সুবিধা বঞ্চিত জনগোষ্টির চিকিৎসার জন্য মেডিকেল ভ্যান “জীবন যাত্রা”র উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 01, 2016

মেহেরপুর নিউজ, ০১ মার্চ: মেহেরপুরে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যেগে সুবিধা বঞ্চিত জনগোষ্টির চিকিৎসা মেটাতে ইম্প্যাক্টে মেডিকেল ভ্যান “জীবন যাত্রা” ও নার্সিং ইনস্টিটিউট হোস্টেলের ৫ম তলা উদ্বোধন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে মেডিকেল ভ্যান “জীবন যাত্রা” ও নার্সিং ইনস্টিটিউট হোস্টেলের ৫ম তলা উদ্বোধন উদ্বোধন করেন।

এসময় টাষ্টি বোর্ডের চেয়ারম্যান আনোয়ারুল আমীনর ট্রাষ্টি এনাম আহামেদ, ড. রেজাউল হক, মনসুর আহামেদ চৌধুরী, ইম্প্যাক্টের প্রতিষ্ঠাতা সদস্য (অব সচিব) পরিচালক হাবিব মাহবুব, ডা. তাপস কুমার, চুয়াডাঙ্গার প্রশাসক ডা. শফিউল কবির, মেহেরপুরের প্রশাসক ডা. মাহাবুবু হোসেন, অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য হেমায়েত হোসেন বলেন, ইম্প্যাক্ট ফাউনেন্ডেশন এই মহৎ উদ্যোগের মেহেরপুর জেলার সমাজের সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ ভ’মিকা রাখবেন। এসময় তিনি  নার্সিং ইনস্টিটিউটের আবাশিক ব্যাবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।