নির্বাচন

মেহেরপুরে সুষ্ঠ নির্বাচনের দাবিতে বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর পৃথক সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

April 22, 2017

মেহেরপুর নিউজ,২১ এপ্রিল: মেহেরপুর পৌর নির্বাচন সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ করার দাবিতে পৃথক সংবাদ সম্মেলন করেছে বিএনপি মনোনিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু। শনিবার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের পক্ষে জেলা বিএনপি এবং পরপরই সাংবাদ সম্মেলন করেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী। জেলা বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৬টি দাবি পেশ করেন তিনি। দাবিগুলো হলো নির্বাচনকালীন সময় বিরোধী দলের কাউকে আইনশৃক্সখলা বাহিনী দ্বারা অহেতুক হয়রানী ও মিথ্যা মামলায় গ্রেপÍার করা যাবে না এবং আটক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃক্সখলা বাহিনী মোতায়েন করা, ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন তার ব্যবস্থা করতে হবে, দলনিরপেক্ষ প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করতে হবে, ভোটকেন্দ্রে অনুমোদিত ব্যাক্তি, ভোটার ছাড়া অন্য কাওকে প্রবেশে নিষিদ্ধ করতে হবে এবং ভোট কেন্দ্র সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অবাধ সুযোগ দিতে হবে। মাসুদ অরুন আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার রাতে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল হক জাহিদ, বিএনপি কর্মী আবু হানিফ ও শরিফুলকে পুলিশ আটক করেছে। এদিকে ,একই দাবিতে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোতাচ্ছিম বিল্লাহ মতু দাবি সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, নির্বাচন পরিচালনা করতে গিয়ে আমার কর্মীদের পদে পদে বিভিন্ন হয়রানীর স্বীকার হচ্ছে। গতকাল আমার প্রধান নির্বাচনী এজেন্ট ডা. ইমদাদুল হক জীবন, সহকারী এজেন্ট মানিক হোসেনের নামে মিথ্যা ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আমাদের ও বিএনপি প্রার্থীর আরো ৬জনকে আসামী করে তাদের উপর পুলিশী হয়রানী চালানো হচ্ছে। তিনি সাংবাদিক সম্মেলনে এসকল হয়রানী মামলা প্রত্যাহার করে একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচনে সকলকে সহযোগিতা করার আহবান জানান। পৃথক সংবাদ সম্মেলনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী দুজনই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে যে নির্বাচিত হবেন তাকে মেনে নিবেন বলে উল্লেখ করেন। বিএনপির সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজন, মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, শেখ সাঈদ, সাংগঠানিক সম্পাদক রোমানা আহামেদ, বিএনপি নেতা একেএম খাইরুল বাশার, শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনাসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।