বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে বোমা, অস্ত্র ও গাঁজা উদ্ধার

By Meherpur News

May 11, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতলা মাঠ এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে ৫টি হাতবোমা, একটি বিদেশি পিস্তল ও ৪০ গ্রাম গাঁজা। রবিবার (১১ মে) রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র সড়কে ডাকাতি ও নাশকতার উদ্দেশ্যে চোখতলা মাঠ এলাকায় অবস্থান নিয়েছে—এমন খবরের ভিত্তিতে মেহেরপুর সেনা ক্যাম্প থেকে একটি নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর ফারহান ও লেফটেন্যান্ট মিনহাজ।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা বোমা, অস্ত্র ও মাদক ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৫টি হাতবোমা, একটি পিস্তল এবং ৪০ গ্রাম গাঁজা।

তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।