বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

By Meherpur News

August 11, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় তৈরি একটি স্যুটার পিস্তলসহ তারিকুল ইসলাম লিখন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে তারিকুল ইসলাম লিখনকে গ্রেপ্তার করা হয়। তারিকুল ইসলাম লিখন আশরাফপুর গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে।

আটক তারিকুল ইসলাম লিখনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।