করোনাভাইরাস

মেহেরপুরে সেনাবাহিনীর মাস্ক ও সাবান বিতরণ

By মেহেরপুর নিউজ

April 08, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ সেনাবাহিনী ৪০ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনা প্রচারনাসহ মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও বারাদি বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ৪০ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির উদ্দিন নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জন সাধারণকে সচেতন করেন এবং  একই সাথে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।  সেনাবাহিনীর ৪০ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত থেকে মাস্ক ও সাবান বিতরণ করেন।